×
ব্রেকিং নিউজ :
বরগুনায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা চট্টগ্রামের রাউজানে র‌্যাবের শীতবস্ত্র বিতরণ সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা খুলনায় বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ২৮ জানুয়ারি শুরু হচ্ছে ‘ঢাকা ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লে অঞ্চলের জন্য ‘বিপর্যয়কর’ হবে : কাতার হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরিতে চোখধাঁধানো লাভা উদগীরণ নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে রিক্সা, ভ্যান অটোচালক নেতৃবৃন্দের মতবিনিময়
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৭
  • ৩৪৪৫৪৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোববার সন্ধ্যায় পটুয়াখালীর দুমকিতে জুলাই আন্দোলনের শহীদ জসীমউদ্দীনের কন্যা লামিয়া আক্তারের নামাজে জানাজার আগে কথা বলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম বলেছেন, কিছু নর পিশাচের ছোবল থেকে আমরা আমাদের বোন লামিয়াকে রক্ষা করতে পারিনি। এটি বাংলাদেশের জন্য একটি শিক্ষা।

আজ রোববার সন্ধ্যায় পটুয়াখালীর দুমকিতে জুলাই আন্দোলনের শহীদ জসীমউদ্দীনের কন্যা লামিয়া আক্তারের নামাজে জানাজার আগে  তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, আর কোনো বোনকে এভাবে যেন আমাদের আর না হারাতে হয়।  আর যেন এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সেটিই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি। এই খুনিদের আগামী ৯০ দিনের ভেতর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চাই।

সারজিস বলেন, আমাদের বোন আছিয়া এবং লামিয়ার খুনিদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ওইসব খুনিদের শাস্তির ছবি ও ভিডিও পুরো পৃথিবীর সামনে আসা দরকার। আমরা তা দেখতে চাই। তাহলে আগামীতে আমাদের এই বাংলাদেশে আর কোনো নরপিশাচ জন্ম নেবে না।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়ে লামিয়া (১৭) আত্মহত্যা করেছেন। শনিবার রাতে রাজধানীর শেখেরটেকে ভাড়া বাসায় তাকে গলায় ফাঁসরত ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, গত ১৮ই মার্চ সন্ধ্যায় উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে কলেজ ছাত্রী লামিয়া বাবার কবর জিয়ারত শেষে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে লামিয়া নিজে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলাও দায়ের করেন। দুমকি থানা পুলিশ আসামি সাকিব ও সিফাতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat