লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি মঙ্গলবার বলেছেন, তার দেশ ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময়ের সম্মুখীন।
জাতিসংঘের কাছে ইসরাইলি বিমান হামলার কারণে বাস্তুচ্যুত দশ লাখ মানুষের জন্য সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।
বৈরুত থেকে বার্তা সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’র বরাত দিয়ে এএফপি জানায়, জাতিসংঘের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে নাজিব মিকাতি বলেন, লেবাননে ইসরাইলের ধ্বংসাত্মক হামলার কারণে আমাদের প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের জরুরি মৌলিক সহায়তা প্রদানে আমাদের চলমান প্রচেষ্টা শক্তিশালী করতে আমরা আরো সাহায্যের আবেদন জানাচ্ছি।