একযুগ পর দিনাজপুরে রেল রুটে পাথর নিয়ে ভারতীয় ৪২টি ওয়াগান আমদানী-রপ্তানী বাণিজ্যে বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের সম্ভাবনা
দিনাজপুর প্রতিনিধি :-
একযুগ পর দিনাজপুরের বিরল স্থলবন্দরের রেলপথ যোগে ভারতের পাথর বোঝাই ৪২টি ওয়াগান বাংলাদেশে এসেছে। আমদানী-রপ্তানী বাণিজ্যে রেলপথের যোগাযোগ রাজস্ব আদায়ের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করলো।
বুধবার বিকেলে দিনাজপুরের বিরল স্থলবন্দর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর রেলপথে পাথর বোঝাই ৪২টি ভারতীয় ওয়াগান বাংলাদেশের সিরাজগঞ্জের উদ্দেশ্যে দিনাজপুর থেকে যাত্রা শুরু করে। দীর্ঘ ১২ বছর পর বিরল-রাধিকাপুর রুটে ট্রেন যোগে আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হলো। কাষ্টমস এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের সহকারী কমিশনার তাহের-উল আলম জানান, চাঁপাইনবাবগঞ্জের কোয়ালিটি লিমিটেড নামের একটি আমদানীকারক প্রতিষ্ঠান ভারত থেকে বাংলাদেশে ২ হাজার ৪৭২ মেট্রিক টন পাথর আমদানী করে। ভারতীয় ৪২টি রেলওয়ে ওয়াগানে পাথরগুলো সিরাজগঞ্জে পাঠানো হয়। পাথর পরিবহনের কারণে বাংলাদেশের সরকার ১১ লাখ ২ হাজার টাকার রাজস্ব আদায় করেছে। এর পাশাপাশি রেলওয়ে বিভাগও বিপুল পরিমাণ রাজস্ব আদায়ে সক্ষম হয়েছেন। ভারতের রাধিকাপুর থেকে বাংলাদেশের সিরাজগঞ্জ পর্যন্ত প্রতিটন পাথরের পরিবহন ব্যয় ধরা হয়েছে ৬১১ টাকা। এর ফলে পাথর পরিবহন বাবদ বাংলাদেশ রেলওয়ে আয় করেছে ১৫ লক্ষ ৩২ হাজার টাকা।
২০০৫ সালের পূর্বে রাধিকাপুর-বিরল রেলরুটে মিটারগেজে উভয় দেশের আমদানী-রপ্তানী কার্যক্রম চালু ছিল। কিন্তু ২০০৫ সালে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ রাধিকাপুর রেলরুট ব্রডগেজে উন্নীত করায় বাংলাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। কেননা বাংলাদেশের বিরল থেকে পার্বতীপুর পর্যন্ত রেলরুট ছিল মিটারগেজে। বাংলাদেশ রেলওয়ে ২০১৬ সাল থেকে বিরল থেকে পার্বতীপুর পর্যন্ত ব্রডগেজ রেল যোগাযোগ স্থাপন করায় ১২ বছর পর ভারতের সাথে বাংলাদেশের রেল পথে পণ্য আমদানী-রপ্তানীর জন্য পরিবহন হিসেবে ট্রেনের নতুন মাত্রা যুক্ত হয়। বাংলাদেশ রেলওয়ের সিনিয়র প্রকৌশলী রাকিব হাসান জানান, বাংলাদেশ রেলওয়ে রেল লাইন ব্রডগেজে রূপান্তরিত করায় ভারতের সাথে আমদানী-রপ্তানী কার্যক্রম ভবিষ্যতে আরো প্রসারিত হবে। এর ফলে সরকারের সাথে সাথে রেলেরও রাজস্ব আদায় হবে বিপুল পরিমাণ। ভারতীয় রেলওয়ের প্রকৌশলী মোঃ আফজাল হোসেন জানান, ২০০৫ সালেই রাধিকাপুর রেল ষ্টেশন পর্যন্ত লাইন মিটার থেকে ব্রডগেজে উন্নীত করা হয়। তবে অল্প কিছু কাজ বাকী থাকায় ট্রেন চলাচল বন্ধ ছিল। ২০১৬ সালের ডিসেম্বরে লাইনের কাজ পুরোপুরি শেষ হওয়ায় বাংলাদেশের সাথে ভারতের রেল যোগাযোগ পুনঃস্থাপন হয়েছে।
দিনাজপুরে পুলিশের উপর হামলার মামলায় আটক ৩ জন ৩ দিনের রিমান্ডে
দিনাজপুর প্রতিনিধি :- দিনাজপুরে পুলিশের উপর হামলার মামলায় এজাহারভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করে প্রত্যেককে ৩ দিন করে রিমান্ডে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গোপাল চন্দ্রের আদালতে নবাবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ বোয়ালমারী গ্রামের করতোয়া নদীর ধারে পুলিশের উপরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ৩ আসামী রফিকুল ইসলাম, ফুলাল হোসেন ও রুহুল আমিনকে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই রেজাউল করিম প্রত্যেককে ৭ দিন করে রিমান্ড আবেদন করলে বিচারক প্রত্যেককে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বুধবার দিবাগত গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ-উজ্জামান আশরাফ ও জেলা ডিবির ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে একটি পুলিশ দল সোমবার নবাবগঞ্জে জুয়ারুদের আসরে অভিযান চালালে তাদের উপর জুয়ারুরা হামলা চালায়। এঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারসহ ১০ পুলিশ সদস্য গুরুতর আহত হন। ডিবির এসআই বজলুর রশিদ বাদী হয়ে ২৩ জন আসামীর নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ৩০ জনকে আসামী করে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
দিনাজপুরে র্যাবের হাতে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
দিনাজপুর প্রতিনিধি :- দিনাজপুরে হত্যা মামলার পলাতক আসামীকে র্যাব গ্রেফতার করেছে। দিনাজপুরের র্যাব ১৩ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মেজর তালুকদার নাজমুছ সাকিবের নেতৃত্বে বৃহস্পতিবার ২টায় হত্যা মামলার পলাতক আসামী শহরের রাজবাটির মৃত পলান কুন্ডুর পুত্র অশোক কুন্ডুকে গ্রেফতার করেছে। র্যাব পরে তাকে পিবিআই’র কাছে সোপর্দ করেন।
দিনাজপুরে বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি :-‘তর্কে বিতর্কে বিজ্ঞানের সাথে’ এই শ্লোগানে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে দিনাজপুরে জেলা পর্যায়ে ৫ম জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ডিবেট অডিটরিয়ামে সকাল ১০ টা থেকে দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দিনাজপুর জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো-কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, মনিরিয়া উচ্চ বিদ্যালয় ও চেহেলগাজী শিক্ষা নিকেতন। এদের মধ্যে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, মনিরিয়া উচ্চ বিদ্যালয় ও চেহেলগাজী শিক্ষা নিকেতন যথাসময়ে উপস্থিত না হওয়ায় তাদেরকে ডিসকোয়ালিফাইট ঘোষণা করা হয়।
অংশগ্রহনকারী দলের মধ্যে দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রানার্সআপ হয়। বিজয়ীদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানটিতে সার্বিকভাবে সহযোগিতা করেন সমকাল সুহৃদ সমাবেশের সদস্য খুরশিদ আলম আকাশ, আলমগীর হোসেন, ওলিউর রহমান, দৈনিক সকালের খবর পত্রিকার প্রতিনিধি এমদাদুল হক মিলন, এসএ টিভি প্রতিনিধি খাদেমুল ইসলাম, দেশটিভি’র আবুল কশেম, নবিউল হক দুলু, মোস্তফা কামাল প্রমুখ।