দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র মানিক বরখাস্ত, মানবতা বিরোধী অপরাধের ৯টি মামলার অনুসন্ধান কার্যক্রমে দিনাজপুরে ৬ সদস্যের তদন্ত দল
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-এশিয়া এনার্জির দায়েরকৃত ভাংচুর ও নাশকতা মামলার চার্জশীটভুক্ত আসামী ফুলবাড়ী পৌরসভার মেয়র মুর্তুজা সরকার মানিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ১নং প্যানেল মেয়র মামুনুর রশিদকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণের আদেশ দেয়া হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত একপত্রে সোমবার স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ সালের ৩১ এর উপধারার (১) মোতাবেক আদালত চার্জশীট গ্রহণ করায় দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র মুর্তুজা সরকার মানিককে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দিয়ে ১নং প্যানেল মেয়র মামুনুর রশিদকে দায়িত্ব গ্রহণের জন্য বলা হয়। ফুলবাড়ী খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মানিকের বিরুদ্ধে ২০১৪ সালের ১৪ ডিসেম্বর ফুলবাড়ী থানায় এশিয়া এনার্জির দায়ের করা মামলা তদন্ত করে পুলিশ তার বিরুদ্ধে চার্জশীট দিলে আদালত তা গ্রহণ করেন। ২০১৪ সালের ২৯ নভেম্বর ফুলবাড়ী উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য নিযুক্ত বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির প্রধান নির্বাহী গেরিলাই ফুলবাড়ীতে এলে তিনি ফুলবাড়ী রক্ষা আন্দোলনকারীদের রোষানলে পড়েন। এ সময় উত্তেজিত জনতা এশিয়া এনার্জির অফিস ও গাড়ি ভাংচুর করে। এই ঘটনায় এশিয়া এনার্জির মাঠ কর্মকর্তা সাইদুর রহমান বাদী হয়ে ফুলবাড়ী পৌরসভার মেয়র মুর্তুজা সরকার মানিককে প্রধান আসামি করে ৬০ জনের বিরুদ্ধে ভাংচুর ও নাশকতার মামলা দায়ের করেন। সাময়িক বরখাস্ত হওয়া পৌর মেয়র মানিক জানান, তিনি মন্ত্রনালয়ের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আইনী লড়াইয়ে অবতীর্ণ হবেন। দিনাজপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইমতিয়াজ আহমেদ জানান, আদেশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে বরখাস্তকৃত মেয়র মুর্তুজা সরকার মানিককে ১নং প্যানেল মেয়র মামুনুর রশিদের কাছে দায়িত্ব হস্তান্তরের আদেশ অনুযায়ী আজ বুধবারের মধ্যে তা কার্যকরী হবে।
মানবতা বিরোধী অপরাধের ৯টি মামলার অনুসন্ধান কার্যক্রমে দিনাজপুরে ৬ সদস্যের তদন্ত দল
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত ৯টি মামলার অনুসন্ধান কার্যক্রমের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ৬ সদস্যের দল ৪ দিনের সফরে দিনাজপুরে অবস্থান করছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অতিরিক্ত পরিচালক ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মোঃ নাজমুল হক, পিপিএম’র নেতৃত্বে ৬ সদস্যের উচ্চ পর্যায়ের একটি দল সোমবার থেকে দিনাজপুরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত ৯টি মামলার বাদী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য দিনাজপুরে এসেছেন। স্থানীয় সার্কিট হাউজে বৃহস্পতিবার পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করা হবে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত ৯টি মামলার মধ্যে বোচাগঞ্জ থানার ৪টি মামলার বাদী হচ্ছেন মুর্শিদহাট শহীদপাড়ার মৃত শহিদুল ইসলাম শাহের ছেলে মোঃ মজিবর রহমান শাহ, ধনঞ্জয়পুর গ্রামের আব্দুল সাত্তারের স্ত্রী গুলজান নেছা, শ্রীমন্তপুর জালিয়াপাড়ার মৃত তারিনী কান্ত দাসের পুত্র সকেন চন্দ্র দাস এবং আনোড়া গ্রামের মৃত মফিজ উদ্দীন সরকারের পুত্র মোসলেম আলী। বিরল থানার ২টি মামলার বাদী হচ্ছেন দ্বৈকতবাড়ী গ্রামের মরহুম জফর মোহাম্মদের পুত্র খতির ও রবিপুর গ্রামের মৃত সমির উদ্দিনের পুত্র মোঃ হাফিজ উদ্দিন। পার্বতীপুর থানার ২টি মামলার বাদী হচ্ছেন গড়েরপাড়ার মৃত রহিম উদ্দিনের পুত্র বীরমুক্তিযোদ্ধা মোঃ এমতাজ আলী ও একই থানার ৯নং হামিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত রিয়াজ উদ্দিনের পুত্র মোঃ আফসার আলী।
বীরগঞ্জ থানার একমাত্র মামলার বাদী প্রাণনগরের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। মঙ্গলবার বোচাগঞ্জ থানার ৪টি ও বীরগঞ্জ থানার ১টিসহ ৫টি মামলার বাদী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তদন্ত দলের প্রধান মোঃ নাজমুল হক মঙ্গলবার পৃথক পৃথকভাবে জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক গজনবী ও সদর উপজেলা কমান্ডার লোকমান হাকিমসহ অন্যান্যদের সাথে বৈঠক করেছেন।
বিজিবির অভিযানে দিনাজপুরে ১ কোটি ৬৪ লক্ষ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-দিনাজপুরে চোরা পথে আনা ১কোটি ৬৪ লক্ষ টাকা ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বিজিবি।
২০ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মাসরুর এস এ রুমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার নারায়নপুর সীমান্ত এলাকায় বিজিবির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার আবু নাছের হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ১ কোটি ৬৪ লক্ষ টাকার বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। এসময় চোরাচালানীরা বস্তা ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় ওষুধ হচ্ছে ৫ লাখ ৪০ হাজার পিস ডক্সিন, ২ লাখ পিস প্যাকটিন ৩ লাখ ২০ হাজার পিস এবং নিউসিক ২০ হাজার পিস ট্যাবলেট জব্দ করে। এঘটনায় কাউকে আটক করা যায়নি। বিজিবির পক্ষ থেকে এঘটনায় হাকিমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
জঙ্গীবাদ মৌলবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচী পালিত
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-জঙ্গীবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ ও বোমা হামলার প্রতিবাদে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম।
মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের সম্মুখে দিনব্যাপী এ গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়ে স্বাক্ষর করেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করে উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে জঙ্গীবাদের কোন স্থান নেই। বর্তমানে আমাদের দেশ সব সেক্টরে উন্নতি করছে। এটি অনেকের সহ্য হয়না। একটি কুচক্রি মহল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। জঙ্গীবাদ, মৌলবাদ এবং সন্ত্রাসবাদ থেকে দেশকে মুক্ত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার এবং সচেতন হওয়ার আহবান জানান তিনি।