বেকার জনগোষ্ঠীকে জনশক্তিতে রুপান্তরিত করার কর্মসূচি হাতে নিয়েছে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন।
নিজস্ব প্রতিনিধি:-
বেকার জনগোষ্ঠীকে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রুপান্তরিত করার কর্মসূচি হাতে নিয়েছে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন।প্রাথমিকভাবে কলেজ শিক্ষার্থী ও বেকার যুবকদের কম্পিউটার পরিচালনার মৌলিক প্রশিক্ষণ দেয়া হবে। বছর জুড়ে চলা এই কর্মসূচিতে প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদপত্র দেয়া হবে।
কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, ১৩ মে (শনিবার) ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর বাজারে রুদ্র কম্পিউটার সেন্টারে প্রথম ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন হবে। এতে অংশ নেবে ২৫ জন প্রশিক্ষণার্থী। অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত থাকবেন।কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন ও রুদ্র কম্পিউটার সেন্টার যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করবে। এ মাসের শেষ দিকে বোয়ালমারী ও মধুখালীতেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ মন্তব্য করে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিশিষ্টজনরা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের এই উদ্যোগ সেই লক্ষ্যকে এগিয়ে নেয়ার প্রচেষ্টা হিসেবে গণ্য হবে।ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা বলেন, ‘বেকার জনগোষ্ঠীকে জনশক্তিতে পরিণত করতে এটি খুবই ভালো উদ্যোগ। দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা কম নয়। আবার কর্মসংস্থানেরও ব্যাপক সুযোগ রয়েছে। শুধু প্রয়োজন দক্ষতা। কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি দক্ষ ও প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করবে। তাতে বেকারদের কর্মসংস্থানের সুযোগ হবে।কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই জনকল্যাণে কাজ করছে উল্লেখ করে ফরিদপুর জেলা পরিষদ সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল বলেন, বছরব্যাপী এই কর্মসূচি চলতে থাকলে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর অঞ্চলের অনেক যুবক কম্পিউটার বিষয়ে মৌলিক প্রশিক্ষণ পাবে। এতে এই অঞ্চলের তরুণদের মধ্যে প্রযুক্তিজ্ঞানের সক্ষমতা বাড়বে।বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মেছের আলী মনে করেন, তথ্যপ্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ যত বেশি হবে, তারা তত এগিয়ে যাবে। তিনি বলেন, ‘পড়াশোনা, চাকরি, ব্যবসা-বাণিজ্য সবকিছুতেই কম্পিউটারের প্রয়োজন। এ বিষয়ে শিক্ষার্থী ও বেকারদের মৌলিক প্রশিক্ষণ দেয়া হলে তাদের জন্য খুবই ভালো হবে।কম্পিউটার প্রশিক্ষণের এই উদ্যোগ সম্পর্কে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলে আইসিটি সেবা পৌঁছে গেছে। এই সেবা গ্রহণ করতে হলে কম্পিউটার জ্ঞান থাকা প্রয়োজন। বিষয়টি মাথায় রেখেই আমরা প্রাথমিকভাবে তৃণমূলের সুবিধাবঞ্চিত কলেজ শিক্ষার্থী ও বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করছি।পর্যায়ক্রমে এই কর্মসূচি স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে দেয়া হবে বলে জানান তিনি।