×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩১
  • ৫৬৪৭৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মত বোলিং করে ভারতকে অবিশ্বাস্য জয়ের স্বাদ দিলেন দুই স্পিনার অধিনায়ক সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিং। ভারতের ছুঁড়ে দেওয়া ১৩৮ রানের টার্গেটে শেষ দুই ওভারে ৬ উইকেট হাতে নিয়ে ৯ রান দরকার পড়ে শ্রীলংকার। ১৯তম ওভারে রিঙ্কু ৩ রানে ও শেষ ওভারে ৫ রানে সূর্য ২ উইকেট শিকারে নিশ্চিত হার থেকে রক্ষা পেয়ে ম্যাচটি সুপার ওভারে নেয় ভারত। ওয়াশিংটন সুন্দরের করা সুপার ওভারে মাত্র ২ রান তুলে শ্রীলংকা। ৩ রানের টার্গেট মাত্র ১ বল খেলেই টপকে তিন ম্যাচের সিরিজে স্বাগতিক শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
গতরাতে পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নবম ওভারের মধ্যে  ৪৮ রানেই ৫ উইকেট হারায় ভারত। যশ্বসী জয়সওয়াল ১০, সঞ্জু স্যামসন ০, রিঙ্কু সিং ১, সূর্য ৮ ও শিবম দুবে ১৩ রানে আউট হন।
ষষ্ঠ উইকেটে ৪০ বলে ৫৪ রান যোগ করে ভারতকে লড়াইয়ে ফেরান ওপেনার শুভমান গিল ও রিয়ান পরাগ। ৩টি চারে গিল ৩৭ বলে ৩৯ এবং ১টি চার ও ৩টি ছক্কায় পরাগ ১৮ বলে ২৬ রানে আউট হন। ১৬তম ওভারে তাদের বিদায়ের পর শেষদিকে ওয়াশিংটন সুন্দরের ২টি চার ও ১টি ছক্কায় ১৮ বলে সাজানো ২৫ রানের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ পায় ভারত। শ্রীলংকার মাহেশ থিকশানা ৩টি ও হাসারাঙ্গা ডি সিরভা ২টি উইকেট নেন।
১৩৮ রানের লক্ষ্যে টপ অর্ডারের দৃঢ়তায় ১৫ ওভারে ১ উইকেটে ১০৮ রান তুলে ম্যাচের লাগাম নিয়ে নেয় শ্রীলংকা। অর্থাৎ ম্যাচ জিততে  ৯ উইকেট হাতে নিয়ে শেষ ৩০ বলে ৩০ রান দরকার পড়ে তাদের। কিন্তু আগের দুই ম্যাচের মত শেষ ৫ ওভারে বাজে ব্যাটিং পারফরমেন্সের খেসারত দিতে হয় শ্রীলংকাকে।
ভারতীয় স্পিনার রবি বিষ্ণোইর করা ১৬তম ওভারে ৭ রানে ১ উইকেট এবং সুন্দরের ১৭তম ওভারে ২ রানে ২ উইকেট পতনে চাপে পড়ে শ্রীলংকা। ১৮তম ওভারে ১২ রান তুলে জয়ে পথে ফিরে শ্রীলংকা। শেষ ২ ওভারে ৯ রানের দরকার পড়ে তাদের। কিন্তু শেষ দুই ওভারে রিঙ্কু ও সূর্যের ঘূর্নি সামলাতে না পেরে ৪ উইকেট হারিয়ে মাত্র ৮ রান নেয় শ্রীলংকা। এতে ম্যাচটি সুপার ওভারে গড়ায়।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে ৪  ২ উইকেট হারিয়ে মাত্র ২ রান তুলে শ্রীলংকা। ২ উইকেটই নেন সুন্দর। জবাবে প্রথম বলে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন সূর্য। ম্যাচে ৪ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন সুন্দর। ৯২ রান ও ২ উইকেট নিয়ে সিরিজ সেরা হন সূর্য।
আগামী ২ আগস্ট থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও শ্রীলংকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat