×
ব্রেকিং নিউজ :
ইরানে টানা ১৩২ ঘণ্টার বেশি সময় ধরে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের ডাক দিতে প্রস্তুত জাপানের প্রধানমন্ত্রী: গণমাধ্যম নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা সোমালিদের বিশেষ সুরক্ষা মর্যাদা বাতিল করল যুক্তরাষ্ট্র, কঠোর অভিযান জোরদার মানসম্মত কার্যক্রমের মাধ্যমে ঐতিহ্য ধরে রাখতে বিজিবি’র নবীন সৈনিকদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি, আহত ৩০ পার্বত্য চট্টগ্রামবাসীদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব জরুরি : সুপ্রদীপ চাকমা মার্কিন নাগরিককে মুক্তি দিচ্ছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ভূমির অপ্রতুলতা আমাদের প্রথম চ্যালেঞ্জ : ভূমি উপদেষ্টা উস্কানিতে কান না দেয়ার জন্য ভোটারদের প্রতি মির্জা আব্বাসের আহ্বান
  • প্রকাশিত : ২০১৮-০৪-০১
  • ১২৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক:-বিকেএসপিতে আজ রোববার টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল কলাবাগান। একদম শুরুতেই উইকেট হারালেও সে চাপটা আশরাফুল সামলে নিয়েছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান ওয়ালিউল করিমকে সঙ্গে নিয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে এ দুজন সংগ্রহ করেছিলেন ১১৬ রানের জুটি ওয়ালিউল ফিরেছিলেন অর্ধশতক হাঁকিয়েই, ৭৯ রানে। এরপরেই ম্যাচের পুরো আলোটা নিজের উপর নিয়ে নেন আশরাফুল। আজকের সেঞ্চুরিসহ হাঁকিয়েছেন চলতি প্রিমিয়ার লিগে টানা তিন শতক। বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে কেউই সেঞ্চুরির হ্যাটট্রিক করতে পারেনি। সাথে আশরাফুলের ব্যাটে এসেছে এক মৌসুমে পাঁচ শতক। রেকর্ডের খাতায় এখানেও অনন্য আশরাফুল।এদিন আশরাফুলকে আউট করতে পারেনি কেউই। ১৩৭ বলে ১০ চারে অপরাজিত রয়ে গেছেন ১০২ রানে। সোহরাওয়ার্দি শুভ নিয়েছিলেন দুই উইকেট।পাল্টা জবাবে আশরাফুল যেখানে শেষ করেছিলেন, ব্রাদার্স উদ্বোধনী ব্যাটসম্যান মিজানুর শুরু করেছিলেন সেখান থেকেই। ১০৪ বলে ১১ চার আর ৬ ছক্কায় খেলেছেন ১১৫ রানের ঝড়ো ইনিংস। মিজানুরের ইনিংসে ভর করে পঞ্চম উইকেট জুটিতে ৭৫ রানের অপরাজিত জুটিতে দলকে জয় এনে দিয়েই মাঠ ছাড়েন ইয়াসির আলী ও নাজমুস সাদাত। দুজনই অপরাজিত ছিলেন যথাক্রমে ৪৫ ও ৩২ রানে। বল হাতেও আশরাফুলকে দেখা গিয়েছিল এদিন, তবে দুই ওভার হাত ঘুরিয়ে ১৯ রান দেয়ার পর আর বোলিং করেননি তিনি। মিজানুর নির্বাচিত হয়েছিলেন ম্যাচ সেরা ক্রিকেটার হিসেবে। কলাবাগানের জন্য শুধু আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ হলেও ব্রাদার্সের জিততেই হত আজকের ম্যাচ। জয় পেয়ে যাওয়ায় অগ্রণী ব্যাংকের বিপক্ষে দলটির পরের ম্যাচটা তাই হয়ে দাঁড়িয়েছে পরবর্তী ডিপিএল মৌসুমের টিকেট পাওয়ার ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat